প্রিয় প্রভাতদার শুভ জন্মদিন ৭৬।
নাসের হোসেন

জ্যৈষ্ঠ সংক্রান্তি প্রভাতদার জন্মদিন, এ বছর দিনটি
 পড়েছে ১৫ জুন।গত কয়েক বছর ধরে আমরা
প্রভাতদার প্রিয়ভাজনরা অনেকেই  প্রভাতদার জন্মদিনে আনন্দআহ্লাদ করে থাকি
কোনো- না- কোনো হল ভাড়া করে,অথবা
কারো বাগানবাড়িতে, কিংবা চেনাজানা কোনো
 অনুষ্ঠানবাড়িতে,কলকাতায় এবং বিভিন্ন জেলায়।
পোস্টমডার্ন  বাংলা কবিতার পথিকৃৎ  কবি প্রভাত চৌধুরী  কবিতাপাক্ষিক - এর প্রাণপুরুষ।১৯৯৩ - এর 
৭ মে থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে কবিতাপাক্ষিক।
একবারো কখনো ছেদ পড়েনি।২০১২ সালের ১৭ নভেম্বর  
হয়েছিল কবিতাপাক্ষিক - এর পাক্ষিক 
হিসেবে ৫০০ তম সংখ্যা প্রকাশ উদযাপন।
পৃথিবীর  সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী নিয়মিত পাক্ষিক
কবিতাপত্রিকা কবিতাপাক্ষিক। পরবর্তী সময়ে মাসিক,
 ত্রৈমাসিক, সাপ্তাহিক,পুনরায় মাসিক
এইরকম নানাভাবে বের হয়েছে কবিতাপাক্ষিক, 
নামটা একই রয়ে গেছে,কেননা নাম দিয়ে যায় চেনা।
কবিতাপাক্ষিক - এর কর্মকাণ্ড অজস্র। বাংলাভাষায়
এত উৎকৃষ্ট গদ্য  ও কবিতার বই খুব  কম প্রকাশনার 
আছে।পশ্চিমবঙ্গের সব জেলাতেই  কবিতাপাক্ষিক - এর 
অজস্র অনুষ্ঠান  হয়েছে এই দীর্ঘ সময় জুড়ে। শুধুই
কবিতাপাঠ বা গদ্যপাঠ নয়, হয়েছে বেশকিছু জবরদস্ত
আলোচনাচক্রও। প্রভাতদার সাহিত্যচর্চার সূচনা 
ষাটের দশকে। সেই থেকে নিরন্তর লিখে গেছেন
কবিতা গল্প নিবন্ধ  উপন্যাস,এমনকী
এখন পর্যন্ত তিনি দারুণভাবেই সক্রিয়।
এখনো তাঁর ইনোভেটিভ ভাবনায় কত যে অত্যাশ্চর্য 
পরিকল্পনা। সেইসব ভাবনা শেয়ার করেন আত্মজনেদের সঙ্গে,একজন
টগবগে যুবকের মতোই।এই মহা- দু:সময়ে 
আমাদের প্রার্থনা, তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন।
তাঁর ৭৬ তম জন্মদিনে তাকে জানাই আমাদের বিনম্র প্রণাম
আর গভীরের ভালোবাসা। 

Post a Comment

নবীনতর পূর্বতন