তাঁর গল্পের ভেতর
রিতা মিত্র

তিনি আজব এক পাতকুয়োর সন্ধান পেয়েছেন
সেই পাতকুয়োর ভেতরে দড়ি বালতি ফেললে, একঝাঁক মায়াবী শব্দ উঠে আসে, 
তীব্র অলৌকিক অন্ধকারে ফুটে ওঠে নাইট কুইন, 
তাঁর বাড়ির ত্রিসীমানায় হাহাকার গুমরে কাঁদে না, 
অচেনা পাখির ঝরা পালক অক্ষর জ্ঞানে টনটনে, নির্ভুল বানানে লেখে 
হাসি- আনন্দময় -দিনের বায়োগ্রাফি, 
তাঁর গল্পের ভেতরে তেপান্তরের মাঠ আছে,তাঁর পিলখানায় আছে হাতি। 
সারা রাত ধরে হাজারো কথা বললেও 
প্রভাতদার কথা ফুরোবে না, নটেগাছটাও মুড়বে না। 

Post a Comment

নবীনতর পূর্বতন