কলজে
 লিপি সেনগুপ্ত 

যেদিন তোমায় ছুঁতে চাইলাম
সে দিনই ছুৎমার্গ পেয়ে বসল তোমাকে!
ভোর হতে ছোঁয়াচ বাঁচিয়ে 
তুমি সোজা বাথরুমে —

ফিরে এলে! 
পদ্মের কুড়ি নেড়ে চেড়ে
তোমার আলতো চাপে পাপড়ি খুললো
ফুলদানি সাজল! তুমি সাজলে —
রক্তাক্ত কলজেটা 
পড়ে রইল! 

ল্যাম্পপোস্টের নিয়ন আলো সাক্ষী —
বিপরীতে আমি।
প্রতিদিন  
তুমি আলো মেখে চলে যাও অন্য 
অন্ধকারে!

রক্তও জমাট বাঁধতে থাকে।

Post a Comment

নবীনতর পূর্বতন