নদীর পাড়ের একটা সন্ধে নামা
মৌমিতা মিত্র
মনে আছে ঝোড়ো হাওয়া আর আলুথালু চুল
আমরা সবাই সেদিন একটা করে হাত ধরেছিলাম
তারা কতটা আমাদের ধরে আছে না ভেবেই।
তবে আমি বলি সেদিন অনেক ধুলো উড়েছিল।
এখন কেবল রোদ্দুর গলে পড়ে।
সময়ের দাগ বসা স্মৃতি হঠাৎ করেই মুখোমুখি হলে
স্থান অধিকারের অঙ্ক কষা শুরু।
আমার শুধু এটুকু মনে আছে একবার নদীর পাড়ে
কালবৈশাখীর পায়ে পায়ে সন্ধে নেমেছিল
ভালো লেখা,,,,শুভেচ্ছা রইল
উত্তরমুছুনবাহ্, বেশ মিষ্টি লাগলো।
উত্তরমুছুনসুন্দর ছবি, অভিনন্দন
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন