হোমকবিতা তৃতীয় নয়ন ভুবনডাঙা 1 মন্তব্যসমূহ Facebook Twitter তৃতীয় নয়ন গৌরাঙ্গ মিত্র পৃথিবীর সব রং মুছে গেলে অক্ষরগুলি ছবি হয়ে যায়। অক্ষরের ছবি পড়ার জন্য তৃতীয় নয়ন খুঁজি একবার তৃতীয় নয়ন পেলে কেল্লা ফতে, তৃতীয় নয়নে ছানি পড়ে না। তৃতীয় নয়নের জন্য কোনো লেন্স দরকার হয় না। Tags কবিতা গৌরাঙ্গ মিত্র Facebook Twitter
একদমই তাই। ভালো লাগলো।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন