দুপুর বারোটার খবর
লক্ষ্মীকান্ত মণ্ডল
ঘাস ও গাছপালা নিয়ে সে বসে আছে একা । তার কাছে
দু জোড়া চটি -- পাশ দিয়ে আমার গুনগুন ভেসে যাওয়া -
নিশ্বাসে একটা মাছ ঘাই দেয় হঠাৎই , শরীরের শব্দ জানাটা
কোন কঠিন কাজ নয় , চোখ থাকলেই হল আর নাক -
একজন মানুষ কোথাও না কোথাও দাঁড়াতে চায় , পুকুরের
বর্ণনায় ভাসে কিছু শুকনো পাতা - তাতে জমে গেছে মেঘের
সর - জামাকাপড়ের নিচে জল ঘুরছে গোল তরঙ্গে , ভেঙে
যাচ্ছে ছায়া , কোথাও চড়ুই লাফালাফি করে - পানিজামের
পথটা দু'দিকে চলে গেছে - কোন পাকদণ্ডী নেই - হৃদপিণ্ডের
চলাচলে
একটি মন্তব্য পোস্ট করুন