কার্ফু
আমিনুল ইসলাম

৩৬০°তে জল নেই, ঘুমও নেই
মধ্যরাত আর মধ্যাহ্ণের তফাৎটাও ঠিক করা যায় না৷
টেকনিক্যাল ঠোঁটে ঝড় ওঠে, কোনো আবিষ্কার নয়
আমার চোখে আজও শান্তি ডানা মুড়ে আসে
তৎক্ষণাৎ মিউজিয়ামের ছবি থেকে উড়ে যাচ্ছে শকুন
দীর্ঘ মনখারাপের প্রলেপ ঘেঁসে
বিমুঢ় তাপমাত্রা ছুঁয়ে ঘোরাফেরা করে মাকড়সার সন্ধিবিচ্ছেদ -
সভ্যতা তুমি সহনশীল বরফ জমিয়ে ফেলেছো
দৃশ্যের ভেতর, শব্দের কন্ঠরোধ হয়ে এলে-
বেঁকে যায় ধনুক
বিধুর সন্ধ্যায় নেমে আসে কার্ফু
তাই- এ অঞ্চলে এখন পলাশ ফোটাও বারণ!!

Post a Comment

নবীনতর পূর্বতন