শহরের ইতিকথা

স্নিগ্ধা মণ্ডল


শহরের কঠিন বাস্তবতা থেকে
রোজ ইচ্ছামৃত্যু সম্পর্কের

ব্যবসা মানে শ্রম বিনিময়
কখনো কখনো আবার শরীর
শুটিং নয় স্টেজ শো

ছন্দময় জীবন ছন্দ হারিয়ে ফেলে
চারিদিকে শরীরের ছয়লাপ

আর, সম্পর্কের মৃত্যু মিছিলে
পায়ে পা মিলিয়ে চেনা অচেনা অনেকেই

এই শহর মনে রাখেনি, এমন নয়-
কারণ - শহরের তো মন নেই,
মনের অধিকারী শুধু মানুষ!

এগিয়ে যেতে যেতে পিছনটা ভুলে যায়-
বাস্তব চরম সত্য বলেই কখনো কখনো
সেটা মেনে নিতে কষ্ট হয়...

Post a Comment

নবীনতর পূর্বতন