গভীর

আমিনুল ইসলাম

বেশ্যার চোখে ঢুলে পড়লাম
মূলতঃ ঢুলতে ঢুলতে ঢুকে পড়লাম ঘরে
কার ঘর? কেমন ঘর? কিসের ঘর? এধরণের নানান প্রশ্নের গিঁট খুলে যায় মাথায়!

কোনো কোনো ঘরে মোহ বাস করে -
মহীরুহ হয়ে ওঠার তাগিদে কিছু মানুষ ঘোড়া হয়
যারা ঘোড়া, তাদের জন্য খোলা আছে আস্তাবল
বাকিরা সন্ধ্যা হলেই ঘরমুখো পাখি!

ইশারায় ইশারায় আবার ঢুলতে থাকি-
ঢুলতে ঢুলতে আমি ঢুকে যায় অনন্ত গভীরে...

Post a Comment

নবীনতর পূর্বতন