প্রকল্প: উভচর
নাসের হোসেন

জলের আরেক নাম জীবন, তবু জলের তলায়
মানুষকে যন্ত্র - রহিত ভাবে থাকতে হলে নিজের
শরীরে কিছু পরিবর্তন সাধন করতে হবে অর্থাৎ
মাছেদের বেঁচে থাকবার যে প্রক্রিয়া সেরকম
কিন্তু তার -ই কি সম্ভব, সেটা সম্ভব হয়তো হত
যদি তাকে সারাটা জীবন জলের নীচেই কাটাতে
হত, তার তো নয়, সুতরাং জল ও বাতাস উভয়
জায়গায় থাকার জন্য যেটা দরকার, জলে বাঁচবার
জন্য মুখে অক্সিজেন মাস্ক, পিঠে অক্সিজেন সিলিন্ডার
এবং দুই পায়ে একটু বড়ো -বড়ো হংস -পা
#
পৃথিবীর তিনভাগ জলের অনেক অনুসন্ধানই বাকি।

Post a Comment

নবীনতর পূর্বতন