জলকথা

তোমার নামের পাশে জল লিখলাম
এবার তো তোমার পাশে ভিড় করবে
কত কত জলের শব্দ
জলভার, জলশব্দ, জলছাপ আরও কত কি
তুমি শুধু জল দেখো
জলের শব্দ শোনো নি কোনোকালে 
জলের কথা তো তোমার চোখে
তেপান্তরের মাঠ আর ব্যাঙ্গমা ব্যাঙ্গমী
তাই তারা ঝরে গেলে কোনো কথা নেই
দুঃখ শোক সকালেই হয়ে গেছে সাফ
তবুও তোমাকেই জলকথা বলে যেতে হয়
শীতাতপনিয়ন্ত্রিত বাড়ির সাজানো সংসারে।

Post a Comment

নবীনতর পূর্বতন