একা  দেবদারু
ঝড় বোধহয় চিনে নেয় দূরত্বের অভিলাষ !
 বৃষ্টি নামলে শহর জুড়ে তাই
    উইন্ডো গ্লাসেরা ভেজে আদি অকৃত্রিমতায়…
মধ্যরাতের দেওয়াল ঘড়ি বড় জীবন্ত রঙ 
মাখতে জানে, জানো তুমি ?
আমাদের পাহাড়ী বাতাস ছুঁয়ে ছুঁয়ে হেঁটে যায় একা দেবদারু
 আর ,দূর প্রান্তে ঘুমহীনতায় জাগা কোনো এক রাত-মনাস্ট্রি !
 ভয়
কখনো কখনও দূরত্বকে বড় আপন  মনে হয়
 আমি সমমাত্রিক বিন্দু ।
সাপকে যেমন চেনা লাগে খুব
 কোনো এক বিন বাজানো দুপুরে…
আজকাল  সাপকে আর ভয় করে না
 বরং ভয়ার্ত ঋতুর সাথে সহবাস এখন নেউলের ছায়ায় ।
 
একটি মন্তব্য পোস্ট করুন