গৃহঘ্রাণ

প্রত‍্যেকটা ঘরের একটা গন্ধ থাকে,
আলাদা,একটু অন‍্যরকম।
কখনো পুরনো কখনো মিষ্টি ঘ্রাণ,
কখনো বা প্রতিহিংসা পরায়ন।

ঘরের কোনায় লেগে থাকা স্মৃতিগুলো,
জমে ওঠা অন্ধকারে পড়ে থাকে প্রাণহীন।
গন্ধরা অনু পরমানু হয়ে ঘোরাফেরা করে তখন,
মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে।

ঘর বদলায়, বদলায় বাসস্থান,
পুরনো গন্ধের জায়গায় আসে আনকোরা গন্ধ।
প্রতিহিংসায় মেশে ভালোবাসা,
ঘুঙুরের বোলে গন্ধগুলো নেচে ওঠে তালে তালে!

ঘরের গন্ধে মোহিত আমার মন।।





দেবারতি গুহসামন্ত

Post a Comment

নবীনতর পূর্বতন