আয়নায় ফুটে ওঠা গল্পগুচ্ছ 






মৃদু আবহ ~
গহীন এই বর্ণময়তায়
শ্যাওলা মোড়ানো প্রাচীর~





টুকরো ঝনাৎকারে 
জাগে...

পাতার ফাঁকে গিলে করা ঈশ্বর-বৈভব 




অজানা = অসীম 
এবং
জানা বিষয়ে
আপাতদৃশ্যদূষণ ~

অভুক্ত ক্যামেরায়
ডালিম 

যৌবনসুধারস 
মধুভাণ্ড খেলায়~

অপরূপ স্রোতে
নেকড়ের দুর্লভ বাতাস~





দুর্বার অপ্রতিরোধ্য 
ছায়ায়~

অন্ধকার বর্ণময়

এই আলোয় উন্মাদ জানালা 

উধাও
রোদের ওপর মখমল শিমুল~





ফুলদানির গভীর মগ্নতায়
অপার সুগন্ধ

সখ্য ভব্য হাওয়ায়
রেশমি-আদর 

নাগরিক দোলায়
আ-শৈশব মহিমান্বিত 





আরও স্বচ্ছ 
আয়নায় মুখ রেখে

নিজের গোপন খুলে
ঠান্ডা কর ঘর

দরজা অবাধ 
আসতে দাও দুস্থ-বাতাস






জলের লাবণ্যে
রক্তিম দিওয়ালি~

মুগ্ধ শরীর
নিরাসক্ত প্রতিবিম্বে
জেগে ওঠে রুদ্র আলো

অলৌকিক সাম্যধিকার
চটির নিচে 
থেঁতলে ~
তর্জনী 

প্রতিটি তর্জমার অন্ধকারে 
জেগে ওঠে ফুল 

জ্বলে ওঠে শেকড়ের কলতান






আমিনুল ইসলাম 

Post a Comment

নবীনতর পূর্বতন