গুচ্ছকবিতা
১.
যে প্রচন্ড শব্দে বধির হয়েছিল পৃথিবী
মহাজাগতিক নাম নিয়ে সেসব গল্প
জীবাশ্ম হয়েছে নশ্বরতার বোধে
২.
আমাদের মাঝে যা কিছু অন্তরায়
তাকে সুতীব্র মৌনতায় ভাঙচুর করে দেখা যায়
সেখানে পাখি ডাকেনি কোনোদিন
ঘাসমাটির অত উচ্চতা নেই যে
বৃক্ষ হয়ে বাকলে মিশিয়ে নেবে দূরত্ব
৩.
যাবতীয় উত্তেজনা লেখা হয়ে
গলিয়ে দেয় অক্ষর
তাকে আঁটোসাঁটো করতে গিয়ে
এই যে লঙ্ঘন করা হয় সামাজিকতা
সেও এক সুদীর্ঘ অর্জন
একটি মন্তব্য পোস্ট করুন