একদিন 


একদিন হাসতে হাসতে ভেঙেছিলাম মাটির পুতুল, একদিন কান্নার মধ্যে খুঁজে পেয়েছিলাম নতুন এক সুর। একদিন অনায়াসে পা তুলেছিলাম বড়সাহেবের টেবিলে, 
একদিন নতজানু হয়ে চুম্বন করেছিলাম মাতৃভূমির মাটিকে, একদিন নিজের কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম। 
একদিন খবরে শুনেছিলাম অনাহারে মৃত্যুর কথা। 
একদিন সাদা পতাকা নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে পথে নেমেছিলাম, 
একদিন মানবতার জয়ের জন্য প্রার্থণা করেছিলাম মানুষের কাছে, একদিন যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছিলাম কবিতায়। একদিন আর প্রতিদিন, প্রতিদিন আর একদিন।





চমক


কেউ ধমকায়,
 কেউ চমকায়,
কেউ মেরে ফেলতে চায়।
 মরলে পরে
কেউ করবে না হায় হায়।
 কেউ ভালবাসতে চায়
 কেউ জ্বলে পুড়ে মরে
 হিংসায়।
 কেউ আমাকে চায়
 কেউ আমাকে পায়,
 কেউ লোভ দেখায়,
 আর কেউ কিনে নিতে চায়,
যদি না পায়,
 কেউ ধমকায়
 কেউ চমকায়।







জনকন্ঠ 


সাদা পতাকা উড়িয়েছি তবু 
কেন এত অশান্তি মাতৃভূমিতে, 
আমাদের নিয়ে ছেলেখেলার অধিকার কে দিয়েছে তোমাদের?  কেন করো ধর্ম নিয়ে রাজনীতি প্রত্যেকে? 
জবাব দাও, জবাব চাইছে মানুষ কোন দল নয় ... 
শান্তিহীন রাতে ঘুম নেই, 
এত রক্ত, এত বিদ্বেষ ! 
ভালবাসা নেই, 
নেই কোন উদারতা, মানবতা। 
স্বার্থের ঘুর্নিঝড়ে হারিয়ে গেছে বিবেক। 
সাদা পতাকা উড়িয়েছি তবু 
হিংস্রতার আগুনে জ্বলছে দেশ





বৃষ্টি 


গুঁড়ো গুঁড়ো বৃষ্টি ঝরছে মনে 
শেষ দেখার স্মৃতি এখনও অম্লান হয়ে তারপর একদিন 
চাকরির সন্ধানে আমি, 
তুমি খুঁজতে চলেছো সংসার, 
এরপর হঠাৎ এক কালবৈশাখী 
সব ওলট - পালট। 
আজকাল আর ভাবতে চাইনা 
কিছু, তবু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি 
ঝরছে মনে - 
আজও সেই বেকার বাউন্ডুলে 
আপনমনে কবিতা লিখে চলি, 
পাখিরা যেমন আকাশ নিয়ে ওড়ে 
নদীর জল ছলাৎছল নতুন যেন সুর, 
তোমার ছবি ভুলতে পারি নাগো 
গুঁড়ো গুঁড়ো বৃষ্টি ঝরছে মনে 
আজও সেই বেকার বাউন্ডুলে 
আপনমনে কবিতা লিখে চলি।







ইতিকথা


শঙ্খচিলের ডানায় দেখেছো কি 
আগুনের সংকেত? 
গহনরাতেতে ছুঁয়েছো কি শশ্মানের মাটিধূলি? 
আমি ধ্বংস দেখেছি ভূকম্পের বেশে, আমি ভালবাসায় যৌনতার উদ্দামতা দেখেছি, 
ফসফরাসের মতন অস্হিরতা জ্বলছে আর আমরা বরফের মতন শীতল বাঁচার আপোসে। অসহিষ্ণুতা ধর্মে, রাজনীতিতে। এর পরেও কি শুনবে বিসমিল্লার  সানাই আর জগজিতের গজল? 
এর পরেও কি ক্যানভাসে আঁকবে দেশমাতৃকার ছবি? 
ক্ষমতার জন্য বাড়ছে তোষন 
নিরীহ ও দুর্বলের ওপরে শোষন। হ্যা তবুও আমি দেখেছি আগুন, ছুঁয়েছি মাটি, জল। 
আমি ভালবেসেছি তোমাকে দেশ, নিজের মায়ের কাছে পেয়েছি আশ্রয়, হারানো স্নিগ্ধতা, আমি যে কবি, লিখি মানুষের কবিতা, সময়ের ইতিকথা।









কৌশিক গাঙ্গুলি 


Post a Comment

নবীনতর পূর্বতন