বাঁশি অথবা ভিসুভিয়াস পর্বত


নিমাই জানা

(১)
ইওসিনোফিলে রোদ পড়লে মানুষটি জলের মতো শুকিয়ে যায়
নদীর কপাল থেকে যে রোদ ছড়িয়ে পড়ে চিকচিক মাটিতে , তার পাশের শালবন অথবা জলাধার থেকে পুরোহিত তুলে আনেন শ্মশানের জলজ ছায়া
এখন একটি অন্তর্ভেদী গানের সময় প্লাস্টিক অ্যানিমিয়ায় মানুষটি ভুগছে আজন্মকাল
(২)
মানুষটি মাটির গভীরতা মাপছে সেন্টিমিটার স্কেলে
সবুজ ঘাসের পাশে উপভোগ্য চিরস্থায়ী নরম বিছানায় উপর পড়ে গেরুয়া রুমাল
খুঁজে বেড়ায় কালো কালো রক্তদানা , ফুরিয়ে যাওয়া আয়রন ট্যাবলেট
শিরা , উপশিরার ভেতর কৃষ্ণ ঠাকুরের ওম  শব্দেরা কেমন আনমনা হয়ে ঘুমিয়ে গেছে ঈশ্বরের মতো
চন্দ্রবোড়া শিরার ভেতর দিয়ে চলে যায় ঈশ্বরের নীল দরজায়
(৩)
মৃত্যুর কখন বয়স বেড়ে গেল
একটি পবিত্র শাঁখের ভেতরে ঢুকে যায় পায়ের তলার সবকটি পদ্ম ফুল
নাভি বিন্দু থেকে বেড়ে ওঠা অজগরের পিঠে আমি কোন মৃত্যুর কথা বলছি
হাতের উপর থেকে ছায়াছবি পুরুষ জন্ম নিলে তার বিপরীতে সাদা চুল কালো রাত্রিতে সাপ খেলা দেখায়
সাপুড়ের হাতে নীল রঙের পাথর
শরীর থেকে বেরিয়ে আসা রক্ত নারীটি ঘুমিয়ে যাচ্ছে মানুষটির পাশে
নির্বাক পাথর হয়ে গেছে ইকো কার্ডিওগ্রাফি
(৪)
পাতার কথা বলছিলাম
পাতার কাছে মৃত্যুর কথা শোনালে প্রিয়জন হারিয়ে যায় বিকেল বেলায়
বৃষ্টির দিনে পায়ের আঙ্গুল জড়ো হয়ে বসে থাকে চৈতন্য মেলার মত
এত ঘুম কেন শরীরে ?
নিথর চোখের ভেতর শুকিয়ে যাওয়া কর্ণিকায় কোন মেরুদন্ড নেই
রাত্রির তারার নিচে কেবলই নিঃশব্দে হেঁটে যাওয়া নদীঘর , পাহাড় , সমুদ্র ,
বালুচর ছাড়িয়ে মহা জ্যোতিষ্কের কাছাকাছি একটি বড় গহ্বরের ভিতরে ক্রমশ কালপুরুষ হয়ে যাওয়া
(৫)
পাতাবাহার গাছটি গান শুনলেই পাতা গুটিয়ে ফেলে বনচাঁড়ালের মত
সন্ন্যাসীর শরীরে স্পর্শ করলে কেমন বৈরাগ্য তিলক এঁকে দেয় রাত্রিবেলার নিধুবনে
পাতার ভিতরে থাকা রংবেরঙের গানগুলি নৌকা নিয়ে বেরিয়ে যায় গভীর তলদেশের উষ্ণতায় সেলসিয়াস জানে অ্যাসট্রের ভেতর নরম ভিসুভিয়াস জমে আছে
জল থেকে উঠে আসা জীবনটি ক্রমশ গদ্য কবিতার খাতা হয়ে উঠছে
ঈশ্বর এইমাত্র বাঁশি থামালেন

Post a Comment

নবীনতর পূর্বতন