কাঁচা মাংসের ভিড়
শুভ্র নীল
একটা অভিশপ্ত বিকেল
আমার পাশ দিয়ে চলে যাচ্ছে
বিশ্বাসের সাবেকী আস্তরণে আচ্ছাদিত
মেগলোম্যানিয়াক বহুপদী
স্রষ্টার অবসরের কথা মাথায় রেখে
বিচলিত সত্য যুগ হাতে
নির্বিকার - নির্বাক - নির্ভীক
সাদাকালো সৌজন্য
বৃহনল্লার সপাটে বুকের ভেতর যতটা জোড়ালো প্রকৃতি ______
খাজবেলা সেরে সিস্টেমেটিক
রোটেশনাল লাইনে দাঁড়ানোর
অতিপ্রাকৃত পেটের তাগিদ
দূর্বিসহ অস্থাবর অনটন কাধে
খোজার খোঁজে নিষিক্ত শকুন্তলা
রক্তের মলাট উদযাপন হচ্ছে ----- একের পর এক
কাঁচা মাংসের ভিড়ে
খুব সুন্দর
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন