জলের রূপকথা
প্রভাত চৌধুরী
আমি জল-কে যতটা চিনি , জল
তার থেকে দু- কিউসেক বেশি চেনে আমাকে
এটা নিশ্চিত হবার জন্য জলের কাছে গেলাম
জল আমাকে তার ডানার ভাঁজ থেকে
একটি ঝিনুক দেখিয়েছিল
আমি কিছুটা কাছ থেকে ঝিনুকটিকে
দ্যাখার জন্য জলের আরো কাছে গেলাম
আমি যত জলের কাছে পৌঁছতে চাই
জল তত দ্রুত সরে যায় আমার চোখ থেকে
শেষাবধি জল পৌঁছে যায় জলপ্রপাতের কাছে
তারপর আর ঝিনুকটির সন্ধান পাই না
তাহলে কি জলের ডানা এবং ঝিনুক ,এখানে এসেছিল স্বপ্নলোক থেকে?
অপূর্ব প্রতীকায়িত একটি কবিতা পড়লাম। কবিকে সম্মান ও শ্রদ্ধা।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন