কন্দরকথা
তাপসী  লাহা

অন্ধকার, মেঠোঘুমের দৌড়চিহ্ন জলসম্ভাবনার বিবিধরাগ,
কালোয়াতি সুরে পাখোয়াজি  রেয়াজ।  ভেজে নাও স্বরলিপির মূল  অংশটুকু,

এভাবে কতকটা যাপন  আর জীবনের অঙ্গিভারে
অঙ্কবর্তিক স্ফূরণ।

বেরসিক,দামাল  নাস্তিক খোঁয়াড়ে  মাজুলি মাদুলির অভ্ররাগ

ইতিউতি

  কোথাও দাগ কাটে।

ঝিঁঝিপোকার সুর আর গন্ধিপোকার বেয়াড়ামো গন্ধ .....
উগ্রতার কথাকলি....রগরগে বন্দরের কন্দরকথা......     
এসব এড়ানো যায়না।

Post a Comment

নবীনতর পূর্বতন