তুষার যুগ
        সন্দীপ ভট্টাচার্য

তোমাকে পাবার ঘোরে এতদিন
বেলে মাটির শহরে ফুটিয়েছি রক্তকরবী
অথচ মোনালিসা পলকের ওপার থেকে
নেমে এলে নিবিড় আঁধার, বুঝলাম
জ্যোৎস্নার ঢেউ বলে যা কিছু জেনে এসেছি এতকাল
তা আদতে অশরীরি তারাদের জং ধরা ফসিলস
ঘর ভেঙে উড়ে গেলে ধূসর চড়ুই
উলুধ্বনির সন্ধ্যায় মেশে হরিবোল যন্ত্রণা
ক্লান্ত নদীখাত পাশে রেখে তখন 
চোখের পলক জুড়ে আলোকবর্ষের তুষার যুগ

Post a Comment

নবীনতর পূর্বতন