ভ্রমণ কাহিনী
 রথীন বন্দ্যোপাধ্যায় 

১) মেডিসিশন শপ্-এ যাচ্ছি সন্ধ্যে অনেক পেছনে চলে গেছে আরও অনেক পেছন থেকে একটা মধ্যরাতঅন্ধকার আমায় ঘাড় ধাক্কা দিতে দিতে এগিয়ে নিয়ে চলেছে অসম্ভব সাদা ট্যাবলেটের দিকে যে ট্যাবলেটের প্রতিটি গ্র্যানিউলস্-এর ভিতরে আছে যন্ত্রণামুক্তির ছবি সাদা ক্যানভাসে সাতরঙের প্রতিটি মাইক্রনে মুক্তি হবে এ তীব্র যন্ত্রণার মেডিসিশন শপ্ আর কতদূর আরও কতটা অন্ধকারের বোঝা পিঠে বয়ে নিয়ে গেলে


 ২) আরও কতটা অন্ধকার বয়ে নিয়ে গেলে মাথার ভিতর থেকে উবে যাবে যাবতীয় অন্ধ অন্ধকার নিদারুণ যন্ত্রণায় চৌচির হয়ে যাচ্ছে মস্তিস্কের গভীরতম মরুভূমি উত্তপ্ত বালি উজ্জ্বল হবে ধারালো রোদ্দুরে নয় বরং শান্ত জ্যোৎস্নার স্নিগ্ধতায় ধু ধু মরুভূমি মরুবালি এইসব ভাবতে ভাবতে চলেছি মেডিসিন শপ্-এ জ্বলজ্বল করছে গ্লো-সাইন তবুও সেই কাঙ্খিত দোকানের দরজা আচমকা বন্ধ হয়ে গেল হে মোর সুতীব্র যন্ত্রণা

Post a Comment

নবীনতর পূর্বতন