ইতিহাসের সমস্ত গােপন রস ও পাপ 
পাবলো শাহি

মানুষ সম্পর্কে ভাবতে গিয়ে আমি তােমাকে নিয়ে একটা গল্প লিখতে
চেয়েছিলাম; যে গল্পে আছে পৃথিবীর প্রাচীন সমাধিচিহ্ন আর সাপেরমালা দিয়ে গাঁথা তার সৰ কাহিনির শেষ। ধরাে যে ধুতুরা পুতা ছিলাে আমাদের মনে, তারা তােমার মতাে। আর আমার গল্পের সব
নারীগুলিই ধূসর, রহস্যময়, যােনি দূর্গের আধার। ভাবাে তা কেমন টানে আমাকে, এইসব কিছুর সঙ্গে কথা বলি— ধ্বংসচিহ্নের মধ্যে বলির পাঠাকে জ্যামিতি শেখাবাে বলে। তারপরও তুমি ভাবতে পারাে অর্ধদগ্ধ কষ্টে পড়ে থাকা জামপাতার কথা। অথচ আমরা তাে কষ্টের নাম জানি না; কেবল পকেটে লুকিয়ে রাখি অশ্বথগাছ। আর যারা
পাগলের মতাে দীর্ঘ ও শােচনাহীন বাণী বুকে নিয়ে ঘােরে তারা জানে শতাব্দী থেকে সুপ্রাচীন ব্যাবিলন হয়তাে একদিন আমাদের দিকে ফিরে আসবে; ইতিহাসের সমস্ত গােপন রস ও পাপ নিয়ে।

Post a Comment

নবীনতর পূর্বতন